শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

পত্নীতলায় প্রীতম হত্যার বিচার দাবিতে মানববন্ধন 

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলায় প্রীতম হত্যার বিচার দাবিতে মানববন্ধন 

নওগাঁর পত্নীতলা উপজেলার যুবক জাররাফ আহমেদ প্রীতম (২৮) রাজধানীর ঢাকাতে ছিনতাইকারীর কবলে পড়ে খুন হয়েছেন। হত্যার বিচার দাবিতে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে গতকাল বুধবার মানববন্ধন করে জনতা। 

জানা যায়, নজিপুর বাসস্ট্যান্ড থেকে গত সোমবার রাতে রাজধানীর ঢাকার উদ্দেশ্য রওনা হন। গত মঙ্গলবার ভোরবেলা ঢাকায় পৌঁছানোর পর ছিনতাইকারীর কবলে পড়েন ও ছুরিকাহত হন প্রীতম। 

পরে স্থানীয় এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় প্রীতমকে জরুরি  চিকিৎসার জন্য মেডিকেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। প্রীতমের বাবা সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর বদরুদ্দোজা ও মাতা আইরিন পারভীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। 

উপজেলার  নজিপুর পৌর এলাকার  হরিরামপুর (কারিগরি কলেজ পাড়া) এর বাসিন্দা প্রীতম। সে ঢাকায় একটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জি. হিসেবে কর্মরত ছিলেন।

টিএইচ